ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় দলের গঠনতন্ত্রের ৪৭(১১) ধারা মতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ১১ জনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। 

সোমবার (১৭ জানুয়ারি) গাইবান্ধা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

বহিস্কৃত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- রসুলপুর ইউনিয়নে রবিউল করিম দুলা ও চম্পা বেগম, নলডাঙ্গা ইউনিয়নে মো. নুর আলম, দামোদরপুর ইউনিয়ন মো. জাহাঙ্গীর আলম ও মো. মনোয়ারুল হাসান, ফরিদপুর ইউনিয়নে আব্দুল কাহার আহম্মেদ শাহীন মিঞা, ধাপেরহাট ইউনিয়নে মো. নুরে আলম সিদ্দিকি, ইদিলপুর ইউনিয়নে জহুরুল ইসলাম মন্ডল ও মো. আব্দুর রহমান সরকার, খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে মো. নজল হোসেন ও সুরজিৎ চন্দ্র সরকার।

(এস/এসপি/জানুয়ারি ১৭, ২০২২)