নাটোর প্রতিনিধি : নাটোর-রাজশাহী মহাসড়কে একটি এ্যাম্বুলেন্সের চাপায়  ইতি(১১) নামে এক শিশু আহত হওয়ার ঘটনায় আধাঘন্টা সড়ক অবরোধ করে এলাকাবাসী। শনিবার বিকেলে নাটোর-রাজশাহী মহাসড়কের চানপুর এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় ওই এ্যাম্বুলেন্সটি আটক করে পুলিশ।

পুলিশ জানায়, সদর উপজেলার আটঘড়িয়া এলাকার ইউনুস কসাইয়ের মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী ইতি(১১) শনিবার দুপুরে নাটোর-রাজশাহী সড়কের চানপুর এলাকায় রাস্তা পারাপার হচ্ছিল। এসময় পাবনা থেকে রাজশাহীগামী রোগী বহনকারী একটি এ্যাম্বুলেন্স শিশুটিকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে এই ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে আধাঘন্টা সড়ক অবরোধ করে। এসময় তারা পিছু ধাওয়া করে এ্যাম্বুলেন্সটি আটক করে। তবে চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই এ্যাম্বুলেন্সের রোগীকে অন্য গাড়িতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং এ্যাম্বুলেন্সটি জব্দ করে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি সাহাবুদ্দিন জানান, এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ১০ থেকে ১৫ মিনিট সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা অবরোধ তুলে নেয়।

(এমআর/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৪ )