কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাদিকুল ইসলাম তালুকদার।

সম্মেলনে মামলা দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুত বিচার সমাপ্ত করতে নানা করণীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়।

এতে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সাব-জজ ফারুক আহমদ, কক্সবাজারের সিভিল সার্জন পুঁচনু, বিজিবি’র টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, জেল সুপার মোহাম্মদ সাঈদ হোসেন, আইনজীবী জিপি মোহাম্মদ ইসহাক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবুল কালাম আযাদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি দীলিপ আচার্য্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু আলা সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, পিপি মমতাজ উদ্দিন আহমদ, অতিরিক্ত পিপি নুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক প্রমুখ।

(টিটি/এটি/এপ্রিল ২৫, ২০১৪)