স্টাফ রিপোর্টার : বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে আগামী ২২ সেপ্টেম্বর সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

তিনি জানান, বিচারপতিদের অপসারণ ক্ষমতায় সংসদে ফিরিয়ে নেওয়ার প্রতিবাদে এ হরতাল হবে।

বিএনপির এই সকাল-সন্ধ্যা হরতালের ফলে সারাদেশে রবিবার ভোর ছ’টা থেকে টানা দু’দিন হরতালের ঘোষণ‍া হয়ে গেলো। কেননা, মানবতাবিরোধী অপরাধে দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ‘আমৃত্যু কারাদণ্ডাদেশ’ দেওয়া প্রতিবাদে গত বুধবার ৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা দেয় জামায়াত।

সেই ঘোষণা অনুযায়ী প্রথম দফায় বৃহস্পতিবার ভোর ছ’টা থেকে শুক্রবার ভোর ছ’টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতাল হয়। দ্বিতীয় দফায় রবিবার ভোর ছ’টা থেকে সোমবার ভোর ছ’টা পর্যন্ত হরতাল হবে জামায়াতের। কার্যত জামায়াতের হরতাল শেষ হওয়া মাত্র সোমব‍ার ভোর ছ’টা থেকে শুরু হবে বিএনপির হরতাল। এর ফলে টানা দু’দিনে সারাদেশ হরতাল পরিস্থিতি তৈরি হলো।

এর আগে দুপুরে নয়াপল্টনে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে হরতালের বিষয়টি চূড়ান্ত হয়।

সেখান থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মির্জা ফখরুল হরতালের ঘোষণা দেন।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ২০, ২০১৪)