আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল-১ আসনের সাবেক এমপিসহ আগৈলঝাড়ায় নতুন করে ৩ জনের করোনা শনাক্তর খবর শুক্রবার বিকেলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।

নতুন আক্রান্ত তিন জনের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুইজন হোম আইস্যুলশনের মাধ্যমে চিকিৎসা প্রদানের কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, উপজেলার ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে বৃহস্পতি ও শুক্রবার করোনা ভাইরাস নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন বরিশাল-১ আসনের সাবেক এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ধামুরা শাখার জুনিয়ার ইঞ্জিনিয়ার আশফা উদ্দিন তারা দুজন হোম আইস্যুলশনের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া উপজেলার টেমার গ্রামের নুরুজ্জামান হোসেনের ছেলে সজিব হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন আরও জানান, সুরক্ষিত থাকতে সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

(টিবি/এসপি/জানুয়ারি ২১, ২০২২)