স্টাফ রিপোর্টার : করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিদ্যালয় (ইবি) প্রশাসন। তবে চলমান পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে আবাসিক হল খোলা থাকবে।

শুক্রবার (২১ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু স্বাভাবিক রাখলেও সশরীরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইবি প্রশাসন।

ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, হল বন্ধ করা মানে শিক্ষার্থীদের কষ্ট বেড়ে যাওয়া। হল বন্ধ করলে সুস্থ জায়গা থেকে বের করে অসুস্থ জায়গায় শিক্ষার্থীদের ঠেলে দেওয়া হবে। ক্যাম্পাসের আশপাশের এলাকায় অবস্থান নেবে। এতে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে। সেজন্য হল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে যাতে আইসোলেশনের ব্যবস্থা থাকে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

(ওএস/এএস/জানুয়ারি ২১, ২০২২)