স্টাফ রিপোর্টার : রাজধানীর শ্যামলী থেকে শুক্রবার সকালে ৪০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২।  

গ্রেফতারকৃতরা হল- ব্রাহ্মনবাড়ীয়ার গোপাল চন্দ্র বর্মনের ছেলে শীবু চন্দ্র বর্মন (৩২), আবু হানিফ মিয়ার ছেলে আকরাম হোসেন (২৯), তাজুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (২৩) ও ময়ময়সিংহের রতন মিয়ার ছেলে জুনায়েদ (২২)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপ ভ্যানযোগে গাঁজার একটি চালান রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসছে। এমন সংবাদে সকালে র‌্যাব-২ এর অভিযানিক দল শ্যামলী এলাকায় বিশেষ চেকপোষ্ট স্থাপন করে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করতে থাকে। এসময় একটি পিকআপ ভ্যান সেখানে উপস্থিত হলে থামার সংকেত দেওয়া মাত্র উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাদের চারজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ এবং গাড়ী তল্লাশীকালে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কাচাঁমাল পরিবহনের আড়ালে গাঁজা নিয়ে এসে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিলো।

উল্লেখ্য, আসামী শীবু চন্দ্র বর্মন (৩২) এর বিরুদ্ধে ব্রাহ্মনবাড়ীয়া কসবা থানায় একটি মাদক মামলা রয়েছে এবং মোঃ আনোয়ার হোসেন (২৩)এর বিরুদ্ধে ব্রাহ্মনবাড়ীয়া কসবা থানায় একটি মাদক মামলা রয়েছে।

(পিআর/এসপি/জানুয়ারি ২১, ২০২২)