রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীর হেতেমখাঁ এলাকার লোকনাথ মোড়ে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সংঘর্ষের পর আটক ৫ জনের মধ্যে ৩ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী বোয়ালিয়া মডেল থানার সেকেন্ড অফিসার এসআই ওমর শরীফ। তিনি জানান, শনিবার সকালে নগরীর হেতেমখাঁ এলাকার লোকনাথ মোড়ে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। থানায় এসআই আলমগীর হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জন জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর সোনাদিঘীর মোড় এলাকা থেকে মিছিল বের করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিলটি হেতেমখাঁ লোকনাথ স্কুল মোড়ে গিয়ে পথসভা করে। এ সময় সেখানে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আবদুস সোবাহান সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত হলে সংঘর্ষ বাধে। শিবির নেতাকর্মী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২১, ২০১৪)