ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার চান্দেরপোল গ্রামে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে স্বামী, দেবর, শ্বশুর-শ্বাশুরী বিরুদ্ধে। ভুক্তভোগী শিলা খাতুন একই উপজেলার ধোপাবিলা গ্রামের জমির উদ্দীনের মেয়ে।

খোঁজ নিয়ে জানা যায়, দুই বছর আগে সদর উপজেলার চান্দেরপোল গ্রামের বিশারত মণ্ডলের ছেলে ফারুখ মণ্ডলের সাথে একই উপজেলার ধোপাবিলা গ্রামের জমির উদ্দীনের মেয়ে শিলা খাতুনের বিয়ে হয়। ওই দম্পতির ঘরে এক বছরের একটা পুত্র সন্তান রয়েছে। বিভিন্ন সময় স্বামী ফারুক মণ্ডল ও তার বাবা-মা ব্যবসার জন্য শিলা খাতুনের পরিবারের কাছে পাচ লাখ টাকা দাবী করে। এই টাকা দিতে শিলার অপারগতা স্বীকার করলে নিয়মিত শিলার উপর তারা নির্যাতন করে থাকে।

সর্বশেষ গত বুধবার (১৯ জানুয়ারি) শিলার স্বামী, শ্বশুর ও দেবর বেধড়ক মারপিট করে অসুস্থ অবস্থায় শিলার বাবার বাড়িতে রেখে চলে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন শিলার চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শিলার মা শিউলী বেগম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ বিষয়ে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

(একে/এসপি/জানুয়ারি ২২, ২০২২)