নওগাঁ প্রতিনিধি : নওগাঁ ও তার আশেপাশের অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত প্রবাহ। আর উত্তরের হিমেল হাওয়া সেই শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে কয়েকগুন। লাগাতার এই শীতে কাহিল হয়ে পড়েছে নওগাঁ অঞ্চলের সর্বস্তরের জনজীবন। এমন দুর্যোগেও জেলার মাঠজুড়ে চলছে বোরো ধান চাষের ধুম। প্রচন্ড শীতকে উপেক্ষা করে কৃষকরা প্রধান ফসল বোরো ধান রোপনের জন্য জমি প্রস্তুত করতে আবার কেউ ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন। খেটে-খাওয়া দিনমজুর শ্রমিকরাও জীবিকা নির্বাহের লক্ষ্যে প্রচন্ড শীতকে উপেক্ষা করে ধানের মাঠে কাজ করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নে ৯ হাজার ১৬৫ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরীর লক্ষ্যমাত্রা ধার্য্য করা হলেও বীজতলা তৈরী হয়েছে মোট ৯ হাজার ৭৭০ হেক্টর জমিতে। জেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮০০ হেক্টর জমিতে।

ইতোমেধ্যেই ৩২ হাজার ৪৩৫ হেক্টর জমিতে বোরো চাষ সম্পন্ন হয়েছে। মাঠে এই ধান চাষ আগামী মার্চ মাসের ১৫ তারিখ পর্যন্ত চলবে। আবহাওয়া অনুকুলে থাকলে এবারও বোরো চাষে লক্ষ্যমাত্রা ছারিয়ে যাবে বলে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ জানিয়েছেন।

তিনি আরো বলেন, এই বৈরী আবহাওয়ায় বোরো বীজতলায় কিভাবে পরিচর্যা করতে হবে, কোন সময় কিভাবে ধান রোপন করলে ধানের ফলন ভালো হবে ইত্যাদি বিষয়ে আমিসহ মাঠ পর্যায়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তারা সর্বদাই কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। আশা রাখি বড় ধরনের কোন দুর্যোগ না এলে আর আবহাওয়া ধান চাষের অনুক’লে থাকলে চলতি বোরো মৌসুমে বাম্পার ফলন হবে বলে আমি আশা করছি।

(বিএস/এসপি/জানুয়ারি ২৩, ২০২২)