স্টাফ রিপোর্টার : রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রী সুরভী আক্তারের (২৬)।

দক্ষিণ যাত্রাবাড়ীর ৩২৯/১ নম্বর বাসা থেকে রবিবার সকাল পৌনে ১০টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

যাত্রাবাড়ী থানার এসআই শাজাহান জানান, শনিবার রাতের কোনো এক সময় তার স্বামী সুরভী আক্তারের মাথায় আঘাত করে তাকে ঘরে রেখে বাহির থেকে তালা দিয়ে পালিয়ে যান।

পরে তালা ভেঙে সকালে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।


(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২১, ২০১৪)