অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলার সদর উপজেলার উদ্যোগে সোমবার (২৪ জানুয়ারি) অফিসের নিজস্ব মিলনায়তনে উপজেলা পর্যায়ে জাতীয় ইমাম সম্মেলন উপপরিচালক মোঃ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মোহাম্মদ আব্দুর রশিদ। বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, ভুটিয়ারগাতি মাদ্রাসার সুপার মাওলানা আবু বক্কর সিদ্দিক ও ইফার ফিল্ড অফিসার মোহাম্মদ শামসুর রহমান।

সম্মেলনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করা ও স্ব- স্ব এলাকায় মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা, সন্ত্রাস প্রতিরোধ এবং করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ভুমিকা রাখবেন বলে বক্তরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে মহামারী করোনাভাইরাস থেকে মুক্তি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মাস্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

(একে/এসপি/জানুয়ারি ২৪, ২০২২)