গাইবান্ধা প্রতিনিধি : জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় নুরজাহান বেগম (৪০)কে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ধারণা করছে পারিবারিক বিরোধের কারণে স্বামী মঞ্জু মিয়া (৪৫) তার স্ত্রীকে হত্যা করেছে।

উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাহার গ্রামে সোমবার ভোর রাতে এ ঘটনার পর স্বামী পলাতক রয়েছে।

সকালে রক্তাক্ত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নুরজাহান বেগম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে।

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, রবিবার রাতের কোন এক সময় তার স্বামী নুরজাহানকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেন।

পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, বিয়ের আগে নুজাহান বেগমের সঙ্গে মঞ্জু মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে নুরজাহান ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

এর পর নুরজাহান বেগম আদালতে ধর্ষণ মামলা করেন মঞ্জু মিয়ার বিরুদ্ধে। পরে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ হলে ৩-৪ মাস আগে মঞ্জু মিয়ার সঙ্গে নুরজাহানের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী নুরজাহান বেগম তার বাবার বাড়িতে ছিলেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২১, ২০১৪)