বান্দরবান প্রতিনিধি : দ্বিতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় বান্দরবান পৌর সভা নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

পৌর মেয়র মো. জাবেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত নগর সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক কে এম তারিকুল, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইশরাত জামান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামীলীগের সহসভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. মুজিবর রহমান, জেলা বিএনপি’র সহ সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গনি, সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, পশ্চাৎপদ বান্দরবান জেলা সারাবিশ্বে পর্যটন শহর হিসেবে পরিচিতি লাভ করেছে। সেই সাথে বান্দরবান পৌরসভা প্রথম শ্রেনীর একটি আধুনিক পৌরসভা। তাই শহরের সৌন্দর্য বৃদ্ধিতে পৌরসভায় নানা ধরনের উদ্যোগ গ্রহন করেছে। ইতিমধ্যে পৌর শহরের রাস্তার দুপাশের ফুটপাত টাইল্স করা হয়েছে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। সভায় আইন শৃঙ্খলাসহ জেলা শহরে যাতে যত্রতত্র পার্কিং রোধ ও যানজট নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি বীর বাহাদুর বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সারাদেশে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ জনকল্যাণমূলক কাজ করে দেশ বিদেশের প্রসংশা অর্জন করছে এই সরকার। বিশ্বে অন্যতম একটি আধুনিক পর্যটনের শহর হিসেবে বান্দরবানকে গড়ে তুলতে পার্বত্য মন্ত্রণালায়সহ বিভিন্ন মন্ত্রণালয় একযোগে কাজ করে যাচ্ছে। দেশ থেকে সন্ত্রাস নিমূল করে ভিশন ২০৪১ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার। দেশ ও জাতির উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান তিনি।

(এএফবি/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৪)