স্টাফ রিপোর্টার : জামায়াত হরতাল পালন করছে সরকারের বিরুদ্ধে নয়, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে- এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের হরতালবিরোধী মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রাজধানীতে কোনো হরতাল হচ্ছে না। সব রাস্তাজুড়ে যানজট লেগে আছে।

এদিকে খালেদা জিয়া বিএনপির নেতাকর্মীদের চাঙ্গা করতে ও যুদ্ধপরাধীদের সমর্থন দেয়ার জন্য সোমবার হরতাল ডেকেছেন বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।

তিনি বলেন, ষোড়শ সংশোধনী বিল উস্থাপন বা বিল পাসের সময় তারা (বিএনপি) হরতাল না ডেকে কেন জামায়াতের পরের দিন হরতালের ডাক দিল? প্রশ্ন রাখেন তিনি।

আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, জোট ভাঙনের ভীতি বিএনপির ভেতরে ভয় কাজ করছে। তাই জামায়াতের সঙ্গে সম্পৃক্ত রেখে হরতালের ডাক দিয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু বলেন, খুন ও ধর্ষণকারীদের পক্ষের হরতালে ২০ দলের শীর্ষনেতা খালেদা জিয়ার সরাসরি হাত রয়েছে।

দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যে রায় আদালত দিয়েছেন তা জনগণের পক্ষের রায় নয় উল্লেখ করে তিনি বলেন, ইস্যুবিহীন হরতাল দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে।

সংগঠনের কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা এম এ করীম, ফাতেমা জামান সাথী, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক রাখেন।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ২১, ২০১৪)