ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট (এনএটিপি) এর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে রবিবার কৃষি প্রযুক্তি ও বৃক্ষমেলায় অংশ নিতে পারেনি অনেক নামী-দামী নার্সারী। মেলায় নতুনত্ব, প্রযুক্তি সম্ভার, সৌন্দর্য্যবর্ধক ও ফুল, ঔষুধী গাছ না থাকায় তরুণদের আকাঙ্খা পূরণ হয়নি। স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিমুখ হয়ে ফিরছে মেলা থেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, সভাপতি ইউএনও দূর-রে-শাহওয়াজ কেউ আসেননি। ফলে শুরুতেই অনুষ্ঠানটি শ্রী হারায়। জায়গা পূর্ণ করার জন্য এ্যাডরা বাংলাদেশ ৩টি, কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য-২এর জন্য ২টি স্টল নানা উপকরণ দিয়ে পূর্ণ করে রাখে। গ্রীন নার্সারী ও বিন্দু নার্সারী ৩/৪টি স্টলের স্থান দখল করলেও নতুন উপকরণ ছিল না।

র‌্যালি শেষে সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুম আলী বেগের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সানাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধূ ভূষণ দাস, সহসভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূঞা, কৃষকলীগের সভাপতি আবুল হাসিম প্রমুখ।

(এসআইএম/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৪)