দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : জেলার দুর্গাপুর সদর ইউনিয়নের থাওশাল পাড়া গ্রামের আদিবাসী বিধবা নারী নকরানি চিরান ও একই ইউনিয়নের নলুয়া পাড়া চায়না মোড়ের ব্যবসায়ী আব্দুস সাত্তার এর দোকান ঘর শনিবার গভীর রাতে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আদিবাসী বিধবা নারী নকরানি চিরান এর সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে ও বসত ভিটা দখলের উদ্দেশ্য এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।

উল্লেখ্য নকরানি চিরান এর একমাত্র মেয়ে বুলবুলি চিরাণ তার স্বামী ৩ মেয়ে, ১ ছেলে রেখে কিছুদিন পূর্বে মারা যান এই জমিতে কন্যা, জামাই, নাতী, নাতনীসহ পরিবারের লোকজন নিয়ে গত ৩০ বছর ধরে বসবাস করে আসছেন বলে এলাকাবাসী জানান। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

অপরদিকে একই ইউনিয়নের নলুয়াপাড়া চায়না মোড়ের ব্যবসায়ী আব্দুস সাত্তার এর মুদির দোকান পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে আব্দুস সাত্তার জানান।

সংশ্লিষ্ট ইউ,পি চেয়ারম্যান মো. শাহীনুর আলম সাজু ঘটনা দুটির সত্যতা স্বীকার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

(এনএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৪)