ঈশ্বরদী প্রতিনিধি : ৮ ডিগ্রী তাপমাত্রায় মাঘের হার কাঁপানো শীতের তীব্রতায় বিপর্যস্থ হয়ে পড়েছে পাবনার ঈশ্বরদীর জনজীবন। বছরের সর্বনিম্ন তাপমাত্রার সাথে উত্তরের হিমেল বাতাসে জনজীবনে নেমে এসেছে দূর্ভোগ। কনকনে শীতে বিপাকে পড়েছে পড়েছে বৃদ্ধ, শিশু ও নিম্নআয়ের মানুষ।

শুক্রবার (২৮ জানুয়ারি) ঈশ্বরদীতে এবারের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। জেঁকে বসা হিমেল হাওয়ায় জবুথবু জনজীবন। এরপরও বসে নেই দিনমজুর ও কৃষক-শ্রমিকরা। জীবিকার তাগিদে মাঠে নেমেছেন তারা। নিম্নআয়ের ছিন্নমূল মানুষরা ভীড় করছে ফুটপাতে কমদামী পুরাতন গরম কাপড়ের দোকান গুলোতে। শীতের কারণে সকাল থেকে ঈশ্বরদী শহরে মানুষের সমাগম কমে গেছে। জরুরী কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ।

এদিকে অসহায় ছিন্নমূল মানুষদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ হতে ৩,৭৫৯টি কম্বল দেয়া হয়েছে ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভায়। কম্বল কেনার জন্যদুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রিন্স।

(এসকেকে/এসপি/জানুয়ারি ২৮, ২০২২)