বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দেখতে এসে হেনস্থার শিকার হয়েছেন আলোচিত হিরো আলম। আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। যার একটির নেতৃত্ব আছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ। অন্য প্যানেলের নেতৃত্বে মিশা সওদাগর-জায়েদ খান। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এই নির্বাচন দেখতে এফডিসিতে হাজির হয়েছিলেন হিরো আলম। কিন্তু সেখানে এসে হেনস্থার শিকার হন তিনি। ভোটার না হলেও নির্বাচন উপলক্ষে এফডিসিতে ঘুরতে এসে সাধারণ দর্শকদের নজরে পড়েন হিরো আলম। এক পর্যায়ে তিনি ফটোশুটে আটকা পড়েন। এ সময় তিনি আহত হন। এরপর পুলিশ তাকে উদ্ধার করে।

এদিকে হিরো আলম অভিযোগ করে বলেছেন, এফডিসিতে আমার ওপর হামলা হয়েছে। নির্বাচন কেন্দ্র এলাকা থেকে টেনে হিঁচড়ে আমাকে পুলিশ বের করে দিয়েছে। তবে এফডিসির সামনে কর্বত্যরত পুলিশের একাধিক কর্মকর্তারা বলেন, হিরো আলম যে অভিযোগ করেছে সেটি ভিত্তিহীন। একটি বিশৃঙ্খলা হচ্ছিল পুলিশ তা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করেছে।

(এম/এসপি/জানুয়ারি ২৮, ২০২২)