দিলীপ চন্দ্র, ফরিদপুর : ফরিদপুর হাউজিং এস্টেটে কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-(২০২২-২০২৪) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শহরের জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম ও এতিমখানা মাদরাসার সংলগ্ন হাউজিং এস্টেটে কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয়ে সকাল ৯ টা থেকে ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষ হয়।

ফরিদপুর হাউজিং এস্টেট কল্যাণ সমিতি মোট ভোটার সংখ্যা ২২৩ টি এর মধ্যে ভোটারগণ তাদের ভোটাধিকার বলে ২১০ টি ভোট প্রদান করে। পরে ওইদিনই গণনা শেষে বিকাল ৬ টায় ফলা ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে ডা. এম এ জলিল ১২২ ভোট পেয়ে সমিতির সভাপতি নির্বাচিত হন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. জানে আলম, মাে. সাজিদ আহম্মেদ মাসুদ, মীর লিয়াকত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জিঃ মােঃ মােস্তফা খান নছরু, মহিলা সম্পাদিকা পদে নাজমুন নাহার নির্বাচিত হয়।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ-সভাপতি পদে রেহেনা পারভীন, এ্যাড. মো. কামালউদ্দিন, সুব্রত কুমার মিত্র, কাজী ইমাম হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাফিজুর রহমান লাভলু, সাংগঠনিক সম্পাদক পদে মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. ইউনুস আলী, সেবা ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. রেজাউল হক সিকদার, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক পদে মো. কবির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে খন্দকার জাহিদ হোসেন মিলন, প্রচার ও দপ্তর সম্পাদক পদে মো. মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান সহ কার্যনির্বাহী সদস্য ১১ জন।

এসময় হাউজিং এস্টেট কল্যাণ সমিতি নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. আব্দুর রশিদ।

(ডিসি/এএস/জানুয়ারি ২৮, ২০২২)