স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহার খাতুন বলেছেন, লংমার্চ করে তিস্তার পানি আদায় করা যাবে না। কূটনৈতিকভাবেই পানির হিস্যা আদায় করা সম্ভব।

শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বঢাকা রিপোর্টার্স ইউনিটির বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনাতয়নে ‘বাংলাদেশ নাগরিক সেবা’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাহারা খাতুন বলেন, বিএনপি সব কিছুতে হেরে এখন তিস্তার পানি নিয়ে নতুন খেলা শুরু করেছে। তবে বিএনপির লংমার্চও ব্যর্থ হয়েছে। ২০০টি গাড়ি নিয়ে লংমার্চ শুরু করলেও পথে পথে তাদের অনেক নেতাকর্মী পালিয়ে গেছে। শেষ পর্যন্ত মাত্র ১৬টি গাড়ি এবং কয়েকশ’ লোক লংমার্চে ছিল বলে তিনি মন্তব্য করেন।

সাবেক এ মন্ত্রী বলেন, বাংলার মাটিতে একজন যুদ্ধাপরাধী বেঁচে থাকা পর্যন্ত বিচার অব্যাহত থাকবে। কোনো অপশক্তি এ বিচার বন্ধ করতে পারবে না।

সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কুয়েত শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ নাগরিক সেবার সাংগঠনিক সম্পাদক শাহ আলম সম্রাট প্রমুখ।

(ওএস/এটি/এপ্রিল ২৫, ২০১৪)