স্টাফ রিপোর্টার : রাজধানীর মগবাজারে তিন খুন মামলায় অস্ত্রসহ গ্রেফতারকৃত ৬ আসামির বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরা হলেন- আল আমিন, শহিদুল্লাহ, রমজান আলী, রুবেল মিয়া সানি, মারুফ হোসেন ও শাফিন লস্কর।

রবিবার আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে ৬ জনকে অস্ত্র মামলায় ১০ দিন করে এবং শহিদুল্লাহ, রমজান আলী, রুবেল মিয়া সানি ও মারুফ হোসেনকে হত্যা মামলায় আরো ১০ দিন করে রিমান্ড চেয়েছেন রমনা থানার এসআই মিজানুর রহমান।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম দুই মামলায় শহিদুল্লাহ, রমজান আলী, রুবেল মিয়া সানি ও মারুফ হোসেনের ৩ দিন করে ৬ দিন এবং আল আমিন ও শাফিন লস্করকে অস্ত্র মামলায় ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুরের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন আদালতে সংশ্লিষ্ট থানার জিআরও মাহমুদুর রহমান।

গত শুক্রবার রাত থেকে মুন্সীগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব।
এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট রাতে রাজধানীর মগবাজারের সোনালীবাগে সন্ত্রাসীদের গুলিতে ৩ জন নিহত হন। নিহতরা হলেন- রানু আক্তার বৃষ্টি, বিল্লাল হোসেন ও মুন্না। ওই ঘটনায় বৃষ্টির ভাই শামীম ওরফে কালাচাঁন বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

গত ১৫ সেপ্টেম্বর মামলার প্রধান সন্দেহভাজন আসামি শাহ আলম ওরফে কালা বাবু ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

(ওএস/এটিঅার/সেপ্টেম্বর ২১, ২০১৪)