রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ জানুয়ারি) সকালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিনন্দেরপাড়া বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে বিনন্দেরপাড়া বাজার এলাকায় একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি থানায় অবহিত করলে পুলিশ ওই লাশটি উদ্ধার করে। এখনও ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমুত্যুর মামলা দায়ের করা হবে।

(আরআর/এসপি/জানুয়ারি ৩০, ২০২২)