মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে পাসপোর্ট আবেদনকারীর কাছ থেকে তদন্তের নামে ৬শ’ টাকা ঘুষ নিয়ে রবিবার দুপুরে এসপির হাতে ধরা খেলেন ডিএসবি’র কনেষ্টবল মোশারেফ হোসেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কিছুদিন আগে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার রুবেল মাতুব্বর পাসপোর্ট করার জন্য মাদারীপুর আঞ্চলিক অফিসে কাগজপত্র জমা দেন। ঐ কাগজপত্র তদন্তের জন্য ডিএসবি’র কনেষ্টবল মোশারফ হোসেনকে দায়িত্ব দেয়া হয়।

১৮ সেপ্টেম্বর বিকেলে রুবেল বেপারীর কাছ থেকে ৬শ’ টাকা তদন্তের খরচের চার্জ হিসেবে দাবী করেন মোশারেফ হোসেন।

রবিবার বেলা ১২টার দিকে বিষয়টি রুবেল বেপারী মাদারীপুর পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাকে জানায়। পরে দুপুরে মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম তার স্বাক্ষরিত একটি ৫শ’ ও একটি ১শ’ টাকার নোট রুবেল বেপারীকে দিয়ে মোশারফ হোসেনের কাছ পাঠায়। কিন্তু মোশারফ হোসেন ব্যস্ত থাকায় জেলার গোয়েন্দা শাখার এক কর্মকর্তার কাছে টাকা রাখতে বলেন। পরে পুলিশ সুপার ঐ টাকায় তার স্বাক্ষর মিলিয়ে বিষয়টি নিশ্চিত হন।

এ বিষয়ে ভুক্তভুগি রুবেল মাতুব্বর বলেন, ‘আমি টাকা দিতে রাজি না হওয়ায় সে আমার নামে নেগেটিভ তদন্ত দেবার ভয় দেখায়। পরে বিষয়টি আমি পুলিশকে জানালে তারা ব্যবস্থ নেন।’

মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম জানান, ‘পাসপোর্টের তদন্তের জন্য ঘুষ নেবার অপরাধে ডিএসবি’র কনেষ্টবল মোশারফ হোসেনকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজড্ করা হয়েছে। ’

(এএসএ/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৪)