স্টাফ রিপোটার : বিএনপি নেতৃত্বে ২০ দলীয় জোটের আগামীকাল সোমবার আহুত হরতালের আগের রাত আজ রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পর পর ৮টি ককটেল বিস্ফোরণ হয়েছে।

হরতালের সমর্থনে সন্ধ্যার পর পরই ৮ থেকে১০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ত্যাগ করে কর্মীরা। এ সময় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষের মধ্য ছুটাছুটি শুরু হয়ে যায়। এর কিছুক্ষণ আগে সোমবারের হরতাল সফল করার জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষ হয়।

ঘটনার পর থেকে বিএনপি অফিসের সামনে, ফকিরেরপুল, নাইটিংগেল মোড়সহ বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মোড়ে মোড়ে তল্লাশী শুরু করে পুলিশ।

বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

এদিকে মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাইদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে রোববার দ্বিতীয় দিনের মতো জামায়াতের ডাকা হরতাল চলছে।

এদিকে হরতালের আগে দিন সন্ধ্যায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয় জলকামানও। বাড়ানো হয় পুলিশের সংখ্যা। ককটেল বিস্ফোরণের পর ঐ এলাকা দিয়ে কাউকেই তল্লাশি ছাড়া যেতে দেয়া হচ্ছে না।দৃশ্যত ককটেল বিস্ফোরণের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়েছে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ২১, ২০১৪)