নড়াইল প্রতিনিধি : বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন (এনজিও) প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহম্মেদসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। নড়াইলে প্রশিকার সাবেক এককর্মীর বেতন-ভাতা আত্মসাতের মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

মামলার অন্য আসামিরা হলেন- কাজী খাজে আলম, আকবর হোসেন তালুকদার, আলমগীর কবির খান, আবুল কাশেম পলাশ ও জজ বানার্ড সরকার।

রবিবার নড়াইল সদর আমলী আদালতের বিচারক মো. সালেহুজ্জামান এ আদেশ দেন।

প্রশিকার সাবেক আঞ্চলিক সমন্বয়ক নড়াইল শহরের আলাদাতপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বাদী হয়ে চলতি বছরের ১৫ এপ্রিল আমলী আদালতে এ মামলা করেন।

বাদীর আইনজীবী উত্তম কুমার ঘোষ জানান, চাকরি ছাড়ার পর প্রশিকার কাছে মাসিক বেতন-ভাতা বাবদ ও কল্যাণ তহবিলসহ অন্য খাতের মোট ৬ লাখ ৫৮ হাজার ৫৫৪ টাকার পাওনা রবিউল ইসলামকে পরিশোধ না করে অভিযুক্ত ব্যক্তিরা তা আত্মসাৎ করেছেন।

উত্তম কুমার ঘোষ বলেন, “আজ মামলার ধার্য তারিখে আসামিদের আদালতে হাজির হওয়ার সমন ছিল। তারা হাজির না হওয়ায় বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।”

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ২১, ২০১৪)