মো. শান্ত (নারায়ণগঞ্জ) : গ্যাসের মূল্য বৃদ্ধির চক্রান্তের বিরুদ্ধে দেশবাসী রুখে দাঁড়াও এই শ্লোগান সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা কমিটির আয়োজনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রতিবাদ সমাবেশ করেন।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশের আয়োজন করা হয়।

উক্ত সমাবেশে শ্রমিক নেতা ইকবাল হোসেনের সঞ্চালনায় ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম হাফিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, শ্রমিক নেতা বিমল ক্রান্তি দাস, যুব ইউনিয়ন নেতা শিশির চক্রবর্তী, শ্রমিক নেতা এম এ শাহীন, নারী নেত্রী শাহানারা বেগম, শ্রমিক নেতা আবদুল হাই শরিফ, নারায়ণগঞ্জ শহর কমিটির সাধারণ সম্পাদক সুজয় রায় চৌধুরী বিকু, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু প্রমুখ।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির যেই চক্রান্ত সরকারের পক্ষ থেকে করা হচ্ছে সেটিকে প্রতিহত করতে হবে অন্যথায় জনগনের দুর্ভোগের সীমা থাকবেনা। ক্ষমতায় থাকা সরকার কোনোদিনই জনগণের কথা ভাবেনি। নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা বরাবরই অনৈতিক সিদ্ধান্ত জনগনের উপর চাপিয়ে দেয়। গ্যাসের মূল্য দফায় দফায় বৃদ্ধি করা তারই একটি উদাহরণ স্বরুপ। এই ধরনের সিদ্ধান্তের মধ্যেই মালিক পক্ষের পকেট ভারি হয় ও জনগণ হারায় তার সহায় সম্বল। তাই এই চক্রান্তের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানায় বক্তারা।

(এমএস/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০২২)