স্টাফ রিপোর্টার : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

সোমবার ভোর ৬টা থেকে এ হরতাল শুরু হয়েছে। এর আগে জামায়াতে ইসলামীর ডাকা বৃহস্পতিবার ও রবিবার দুই দফায় ৪৮ ঘণ্টার হরতাল সোমবার ভোর ৬টায় শেষ হয়।

শনিবার গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে হরতালের এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, হরতালে সকল ধরনের নাশকতা মোকাবেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরী ও জেলায় পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবির সদস্যরা মাঠে রয়েছেন।

উল্লেখ্য, ৫ জানুয়ারির নির্বাচনের পর এটাই প্রথম হরতাল কর্মসূচি বিএনপি নেতৃত্বাধীন জোটের।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২২, ২০১৪)