বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা হরতালে আজ সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কে একটি মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দশানী এলাকায় এলে তারা এ বাধার মুখ পড়ে। এ সময় পুলিশ জামায়াত কর্মী সন্দেহে ২ জনকে আটক করে।

এছাড়া বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা বাবু, শ্রমিকদলের সভাপতি লিয়াকত আলী ওই মিছিলে ছিলেন।

হরতালের মিছিল থেকে আটককৃতরা হলো বাগেরহাট সদর উপজেলার কাটাখালী গ্রামের মোক্তার আলীর ছেলে মোকলেছুর রহমান (৬৫) ও শ্রীঘাট এলাকার হাতেম আলীর ছেলে শওকাত হোসেন (৫৫)।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো: হায়াতুল ইসলাম জানান, হরতালের নামে নাশকতামুলক কর্মকাণ্ডের অভিযানে বাগেরহাট সদর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তিনি তাৎক্ষনিকভাবে অন্য আটককৃতদের নাম জানাতে পারেননি।

এদিকে বাগেরহাট থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক। বৈরী আবহাওয়ার কারণে মংলা বন্দরের কাজকর্ম কিছুটা ব্যাহত হচ্ছে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়।

(একে/এনডি/সেপ্টেম্বর ২২, ২০১৪)