বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বিএনপিসহ ২০ দলের হরতালের কোন প্রভাব পড়েনি বাগেরহাট ও মংলা সমুদ্র বন্দরে। মংলা সমুদ্র বন্দরে সকাল থেকেই পণ্য বোঝাই ও খালাস কাজ স্বাভাবিক রয়েছে। মংলা ইপিজেড ও শিল্পাঞ্চলে উৎপাদন চলছে স্বাভবিক গতিতে। বাগেরহাট জেলা সদরসহ ৯টি উপজেলায় ব্যাবসা প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ খোলা ছিলো।

জেলার আভ্যান্তরিন ১৭টি রুটে যান চলাচল করলেও বাগেরহাট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো পরিবহন। হরতালের সমর্থনে জেলা সদরের শহরতলী ছাড়া অন্য কোথাও পিকেটিং, মিছিল-সমাবেশ করার খবর পাওয়া যায়নি। তবে জেলা জুড়ে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক করেছে।

হরতালে যে কোন সহিংসতা এড়াতে সতর্কাবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখাগেছে। মংলা বন্দর কর্তপক্ষের চেয়ারম্যান কমোডোর হাবিবুর রহমান ভূঁইয়া জানান, মংলা বন্দরে হরতালে কোন প্রভাব পড়েনি। অনান্য দিনের ন্যায় বন্দরের সকল কার্যক্রম ছিল স্বাভাবিক। তবে বৈরী আবহাওয়ার কারণে মংলা বন্দরে পণ্য ওঠানানা কিছুটা ব্যাহত হচ্ছে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়।

(একে/এএস/সেপ্টেম্বর ২২, ২০১৪)