ঠাকুরগাঁও প্রতিনিধি : দোকান ঘর মালিকানার দ্বন্দ্বের জেরে ঠাকুরগাঁও সদর উপজেলার আখনগর বাজারের ৮টি দোকানে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রবিবার দিবাগত রাত ৩ টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানায়, আখানগর বাজারে দোকান ঘড়ের মালিকানা নিয়ে আনোয়ার হোসেন ও মোস্তফার মধ্যে বিরোধের জের ধরে গেল রাত ৩ টায় ওই বাজারের কয়েকটি দোকানে ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। আগুনে মুদি,ওষুধ এবং স্বর্ণ সহ ৮টি দোকানের মালামাল ও নগদ টাকা পুড়ে যায়। পরে দমকলবাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। সোমবার সকালে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঠাকুরগাঁও থানার ওসি একেএম মেহেদী হাসান ভাংচুর ও অগ্নিসংযোগের কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দাখিল করেনি। লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

(জেএবি/এএস/সেপ্টেম্বর ২২, ২০১৪)