রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো সাতক্ষীরা-৯৩ এর অফিস। এসএসসি ১৯৯৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনটির অফিস বিকালে শহরের আবুল কাশেম সড়কের মাওয়া চাইনিজ রেস্তোরার বিপরীতে মুছা মার্কেটের তৃতীয় তলায় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শিশুদের দিয়ে কেককাটা হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মতবিনময়সভা। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৯৩ এর বন্ধু ওবায়দুর রহমান লিটন, মাসুদ বাবু, সৈয়দ মহিউদ্দীন হাশেমী, হাবিবুল্লাহ, আসাদুজ্জামান, মিল্টন, সাব্বির হোসেন, মোফাজ্জেল হোসেন, সাজিদ বাবু, আল ফারুক, রমজান আলী, সিরাজুল ইসলাম, তোরাবুল ইসলাম, রবিউল ইসলাম, বখতিয়ার রহমান বকুল, সিদ্দিক আলী, আব্দুল কাইয়ুম, হাসানুজ্জামান, লিটন জামান, নাজমা বানু, মারিয়াম, রাশিদা, বিউটি রানী, শাহনাজসহ এসএসসি ১৯৯৩ ব্যাচের শতাধিক বন্ধু।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২২)