স্টাফ রিপোর্টার, ঢাকা : বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর নিউজরুম এডিটর মাহমুদুল ইসলাম রনি (২৫) নিউজরুমে কর্তব্যরত অবস্থায় মারা গেছেন।

 

সোমবার সকালে বাংলানিউজ অফিস ডিউটিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনি। সহকর্মীরা দ্রুত তাকে নিয়ে যান কাছেই অ্যাপোলো হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ম্যাসিভ হার্ট অ্যাটাকের কথা জানান।

অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এরপর সকাল সাড়ে সাতটায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাহমুদুল ইসলাম তার স্ত্রী, এক সন্তান এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে ২০১৩ সালে বাংলানিউজে যোগ দেন মাহমুদুল ইসলাম রনি।

সাংবাদিকতা শুরু করেন আরও আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের করেসপন্ডেন্ট হিসেবে। মাগুরায় তার গ্রামের বাড়ি।

রনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন। বয়সে তরুণ এমন একটি তাজা প্রাণ এভাবে ঝড়ে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না, বলেন তিনি।

রনির শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মীতা জানিয়েছেন আলমগীর হোসেন ও বাংলানিউজ পরিবারের সদস্যরা।

(ওএস/এইচআর/মার্চ ১০, ২১০৪)