বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরে হরতাল বিরোধী মিছিল সমাবেশ হয়েছে। আজ সোমবার বিকেলে এই কর্মসুচী পালন করা হয়। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মো. মুজিবর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, লক্ষি পদ দাশ, জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ চৌধুরী প্রমুখ।

বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি’র ডাকা সকাল সন্ধ্যা হরতাল জনগণ প্রত্যাখান করেছে উল্লেখ করে বক্তারা বলেন, বিএনপি জামায়াতের ডাকা হরতাল বান্দরবানের জনগন প্রত্যাখান করেছে। জনগণ এ দেশের মাটিতে আর হরতাল চায় না। সারাদেশে গাড়ীর চাকা ঘুরেছে, দোকান পাট খোলা রেখে মানুষ স্বাভাবিক ভাবে কাজ কর্ম করেছে। দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতেই বিরোধী দল ইস্যু বিহীন এই হরতাল ডেকেছে। আগামীতে এ ধরনের হরতাল কর্মসুচী দেয়া হলে তার কঠোর জবাব দেবে জনগণ। এ ব্যাপারে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।

সমাবেশের আগে বিকেল ৪টায় প্রেসক্লাবের চত্তর থেকে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বিশাল একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশ স্থলে এসে সমাপ্ত হয়।

(এএফবি/এএস/সেপ্টেম্বর ২২, ২০১৪)