ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর এলাকায় ছেলের বৌয়ের লাঠির আঘাতে জরিনা বেগম (৪৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের ছোট ছেলে মোহাম্মদ আলাল উদ্দিন জানান, গত রবিবার দুপুর ১২ টার দিকে জরিনা বেগমের বড় ছেলে আল আমিনের স্ত্রী রেশমা বেগমের সাথে ঝগড়া হয়।

এতে উত্তেজিত হয়ে রেশমা তার শাশুড়ির মাথায় লাঠি দিয়ে আঘাত কর। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গতরাত পৌনে ১ টার দিকে জরিনা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৫ টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে আল আমিন ও তার স্ত্রী রেশমা বেগম পলাতক রয়েছে। নিহত জরিনা বেগমের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার আহমেদপুর গ্রামে।

(ওএস/অ/সেপ্টেম্বর ২২, ২০১৪)