নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি জমি দখল নিতে জোরপূর্বক বালু ভরাট করার অভিযোগ উঠেছে উপজেলার বৈদ্যারবাজার ইউপি'র যুবলীগের সভাপতি ও ০৮ নং ওয়ার্ডের মেম্বার নবী হোসেন এবং ০৯ নং ওয়ার্ডের মেম্বার মো. আলমগীরের বিরুদ্ধে।

এ ঘটনায় বৈদ্যারবাজার ইউনিয়নের ছনপাড়া এলাকার মৃত জোহর আলী মোল্লার ছেলে মুজাহিদুল ইসলাম বকুল বাদি হয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানায় দেয়া অভিযোগ থেকে জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দ বাজারের হাটের নিচে তোহা বাজারের জায়গায় বালু ভরাট করে বিক্রির পাঁয়তারা করছে, সরকারি এ জায়গা সাধারণ মানুষের বিক্রি করার ক্ষমতা না থাকলেও কোন অশুভ শক্তির জোরে তারা বালু ভরাট করে যাচ্ছে।

অভিযোগ থেকে আরো জানা যায়, তারা এ কাজে সফল হলে ভবিষ্যৎএ যে কোন লোক বাজারে অপরাধমূলক কাজ করতে পিছ'পা হবে না, এবং ভবিষ্যৎএ বিশৃঙ্খলার সৃষ্টি হবে, ইতিমধ্যেই ভূমিদস্যু মহলটি তোহা বাজার জায়গার কিছু অংশ ভরাট করে ফেলেছে।

সরেজমিনে তোহা বাজারে খোঁজ খবর নিলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান নবী ও আলমগীর মেম্বারের নেতৃত্বে রাতের আধারে এ সরকারি জায়গা বালু ভরাট করে বিক্রির পায়তারা চলছে।

এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, এমন একটি ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এমও/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০২২)