নিউজ ডেস্ক : বাজারে ছাড়ার তিন দিনের মাথায় এক কোটি আইফোন বিক্রি হয়ে গেছে। অ্যাপেলের ইতিহাসে এর আগে মাত্র তিন দিনে এত ফোন বিক্রি হয়নি। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়ে এটি একটি রেকর্ড। এদের মধ্যে ৪০ লাখ ক্রেতাই অনলাইনে আগেই বুকিং দিয়েছিলেন।

গত শুক্রবার অ্যাপেল বাজারে ছাড়ে আইফোন সিক্স ও আইফোন সিক্স প্লাস। মাত্র ১০টি দেশে একযোগে এ ফোন বিক্রি শুরু হয়।

এদিকে সারা বিশ্বের আইফোনপ্রেমীরা নতুন ফোন হাতে পেতে তাকিয়ে আছে অ্যাপেলের দিকে। যদি বিশ্বের সব দেশেই একযোগে আইফোন ছাড়া হতো তাহলে এর বিক্রির সংখ্যা কত কোটিতে গিয়ে ঠেকতো তা বলা মুশকিল।

অ্যাপেলের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, হংকং, জাপান, পুয়ের্তো রিকো, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের বাজারে নতুন দুই মডেলের আইফোন পাওয়া যাচ্ছে।

সেপ্টেম্বরের ২৬ তারিখ আরও ২০টি দেশে নতুন আইফোন পাওয়া যাবে। আর বছরের শেষের দিকে পৃথিবীর ১১৫টি দেশে ফোন দুটি পাওয়া যাবে।

ফোন দুটি সোনালী, রূপালী ও ধূসর এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

(ওএস/অ/সেপ্টেম্বর ২২, ২০১৪)