আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ আগৈলঝাড়া উপজেলা পরিষদ ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন।
গতকাল সোমবার রাতে আগৈলঝাড়া উপজেলা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দের  সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় আবুল হাসানাত আব্দুল্লাহ উপজেলার সকল দপ্তরের খোঁজ খবর নেন এবং এলাকার উন্নয়নের জন্য সকল কর্মকর্তাকে নিষ্ঠার সাথে উন্নয়নমূলক কাজ করার আহ্বান জানিয়ে বলেন, গ্রামের সহজ সরল লোকদের সাথে আপনারা ভাল আচরণ করবেন। আমার এলাকার কোন লোক যেন কোন অফিস থেকে কস্ট পেয়ে ফিরে না যায়। সভায় কর্মকর্তারা উপজেলার সরকারি অফিস ও আবাসিক ভবনসহ এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, মলিনা রানী রায়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লা, সমাজ সেবা কর্মকর্তা শুশান্ত বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শচীন্দ্র নাথ বৈদ্য, কৃষি কর্মকর্তা ওমর ফারুক, প্রাণী সম্পদ কর্মকর্তা বখতিয়ার উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা সুপ্রিয়া বর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাকিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা নুরুল হক মোল্লা, মজিবর সেরনিয়াবাত, আবুল বাশার হাওলাদার বাদশা,রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস প্রমূখ।

(টিবি/এসসি/সেপ্টেম্বর২২,২০১৪)