জকিগঞ্জ প্রতিনিধি:অনিয়ম, অবহেলা ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ এনে জকিগঞ্জ ছবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানী কাজলের বিরুদ্ধে  রবিবার জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসার কাছে লিখিত অভিযোগ করেছেন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা।

অভিযোগে উল্লেখ করা হয় প্রধান শিক্ষক রানী কাজল স্কুলে নিয়মিত পাঠদান না করে কোচিংয়ের নামে শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করেন। টাকা দিতে না পারলে শিক্ষার্থীদেরকে লেখা পড়া ছেড়ে দিতে বলেন। এছাড়া তার বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে খারাপ আচরণ সহ বিভিন্ন সময় স্কুলের অর্থ আত্মৎসাতের বিস্তর অভিযোগ রয়েছে। তার এসব কার্যকলাপে অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক প্রধান শিক্ষক রানী কাজলকে স্কুল থেকে অবিলম্বে অপসারণের দাবী জানিয়েছেন।
এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক রানী কাজল অভিযোগের ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।

(এসপি/এসসি/সেপ্টেম্বর২২,২০১৪)