মিলাদ হোসেন অপু, ভৈরব : ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের দুই বছর মেয়াদী (২০২২-২০২৩) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ভৈরব বাজারস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের আসাদুজ্জামান ফারুক ও সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন এনটিভির মোস্তাফিজ আমিন।

সিনিয়র সহ-সভাপতি পদে মো. ফজলুর রহমান (সময় টেলিভিশন), সহ-সভাপতি মো. তুহিন মোল্লা (এটিএন বাংলা ও এটিএন নিউজ), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক কাজী ইসফাক আহমেদ বাবু (একুশে টেলিভিশন), সহ-সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন মোল্লা (চ্যানেল টুয়েন্টি ফোর), অর্থ সম্পাদক আলহাজ্ব সজীব আহমেদ (এশিয়ান টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক আল-আমিন টিটু (আরটিভি), সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাবু (৭১ টেলিভিশন), দফতর সম্পাদক জয়নাল আবেদীন রিটন (সিএনএন বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহনূর (মাই টিভি)। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সত্যজিৎ দাস ধ্রুব (বাংলাভিশন) ও ওয়াহিদা আমিন পলি (মাছরাঙা)।

(এমএইচএ/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০২২)