ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে প্রথমবারের মত রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো (হাইব্রিড) এসএল-৮-এইচ ধানের চারা রোপণের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের বেদুনদিয়া কৃষক রাহাত আলী মালিথা ও শহিদুল ইসলামের ২০ বিঘা জমিতে চারা রোপণের মাধ্যমে মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপ-পরিচালক কৃষিবিদ মিজান-উর রহমান। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা মন্ডল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা মোত্তমাইন্না, কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদুল আলম খাঁন, উপ-সহকারী কর্মকর্তা আলিউজ্জামান প্রমুখ। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মুন্নাফ।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা মন্ডল জানান, শ্রমিক সংকট, মজুরি বেশি ও অতিরিক্ত খরচের কারণে ধান আবাদে কৃষকরা লাভবান হতে পারছে না। কৃষিবান্ধব সরকার কৃষি সেক্টর যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছেন। সরকার কৃষকদের আর্থিকভাবে সহায়তা করছেন যেন দেশে খাদ্যের ঘাটতি না হয়।

তিনি আরও বলেন, ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঈশ্বরদী উপজেলায় এ বছর ৫০ একর জমিতে বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীতে রাইস প্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হলো।

(এসকেকে/এএস/ফেব্রুয়ারি ২০, ২০২২)