স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেছে আদালত।

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ রাশেদ তালুকদার মঙ্গলবার এ দিন ধার্য করেন।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিনে তদন্ত প্রতিবেদন না আসায় আদালত ১৭ নভেম্বর অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে আদেশ দেয়।

উল্লেখ্য, গত বছরের ২৯ জুলাই রাতে গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণিবিতানের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করা হয়। ওই বিপণিবিতানের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র দেখে মিল্কির এক সময়ের সহযোগী যুবলীগের আরেক নেতা জাহিদ সিদ্দিকী তারেকসহ ভাড়াটে কিলাররা তাকে হত্যা করে বলে নিশ্চিত হন পুলিশ কর্মকর্তারা।

এ ঘটনায় মিল্কির ছোট ভাই রাশেদুল হক খান বাদী হয়ে গুলশান থানায় এজাহার নামীয় ১১ জন এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২৩, ২০১৪)