সমরেন্দ্র বিশ্ব শর্মা

বায়ান্ন’র একুশ মানে
বাংলা ভাষার প্রাণ
একুশ মানেই স্বাধীনতা
বাংলাদেশের গান।

একুশ আনলো মহান বিজয়
লাল সবুজ পতাকা
একুশ মানেই বাংলাদেশের
মানচিত্র; রক্ত দিয়ে আঁকা।

একুশ আমার অহংকার
বাংলা বর্ণমালা
একুশ মানেই মাথা নত না করে
বাংলায় কথা বলা।

একুশ আমার সব চেতনায়
শান দেয় মুখে
একুশ মানেই বাংলা ভাষা
ধারণ করা বুকে।

বাংলা ভাষা সার্বজনীন
হোক সবার কাছে
একুশ মানে বাংলার মুক্তি
মায়ে-ঝিয়ে নাচে।

একুশ আমার গর্ববোধের
মহামুক্তির স্লোগান
একুশ মানেই বাংলাদেশ
জয় বাংলার গান।

লেখক : সভাপতি, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব।