এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে ৪ ঘণ্টাব্যাপী থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। 

গতকাল মঙ্গলবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ রাত ৮টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত চলে। পরে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় শিকারী বাড়ীর মনির শিকারী এবং দেওয়ান বাড়ীর জয়নাল দেওয়ানের মধ্যে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার দিন দিবাগত রাতে মনির শিকারী এবং জয়নাল দেওয়ানের পূর্ব শত্রুতার বিষয়টি মিমাংসার জন্য একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিলো। এ বৈঠককে কেন্দ্র করে সকাল থেকেই ওই এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছিল। সন্ধায় জয়নাল দেওয়ান ওই বৈঠক বয়কট করে দেওয়ান বাড়ীর জয়নাল, আলমগীর, ইয়াকুব, লেয়াকত আলী, রিপন তাদের সমর্থিত লোকজন নিয়ে রাত ৮ টার দিকে মাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনির শিকারীর বাড়ীতে হামলা চালায়। হামলার খবর পেয়ে মনির শিকারীর লোকজন জানার পর উভয় পক্ষের লোকজন লাঠিসোটা সহ দেশীয় নিয়া পরষ্পরের উপর হামলা করে। এ ঘটনায় মনির শিকারীর বাড়ী ঘর ভাংচুর করে জয়নালের লোকজন। এর পর শুরু হয় থেমে থেমে সংঘর্ষ ইট পাটকেল নিক্ষেপ। এ সময় জয়নাল দেওয়ানের লোকজন ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। চার ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলা কালে আহত হয় কমপক্ষে ২৫ জন।

আহতরা হচ্ছে, সেলিম, মিনারা, ইয়াছিন, এমদাদুল, হযরত আলী, ছালাম, আরজু, বিল্লাল, জজ মিয়া, ইয়াছিন, শাহ আলম, জামির, সোহেল, আরমান, আলী, জরিনা, হাছেন, জয়নাল, অলিউল্লাহ, আফছান ও খোকন প্রমুখ। এদের মধ্যে ৪ জনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ঘটনা আপাতত শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আনিগত ব্যবস্থা নেওয়া হবে।

(এমও/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২২)