রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারীতে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনিত হয়েছে। প্লাবিত হয়েছে আরও নতুন নতুন এলাকা। সীমান্তবর্তী ৫০টি গ্রাম এখন সম্পুর্ণ বন্যার পানিতে ডুবে গেছে। এতে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। থোর আমন ধানের উপর পাহাড়ি পলি পড়ে ঢেকে যাচ্ছে। রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়েছে এবং সম্পুর্ণরূপে ডুবে যাওয়ায় চলাচল অযোগ্য হয়ে পড়েছে। তীব্র স্রোতে ভেঙ্গে গেছে মাদারটিলা সেতু।

পানিতে নিমজ্জিত হয়েছে প্রায় ৪ হাজার হেক্টর জমির আমন ক্ষেত। ২৭টি বিদ্যালয়ে পানি ওঠায় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। পানিতে নিমজ্জিত হয়েছে ৩টি বিজিবি ক্যাম্প ও বর্ডার হাট। ২ শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। দিনভর ভারি বর্ষণ থাকায় ঘর থেকে বের হতে পারেনি কেউ। হাতে কাজ না থাকায় দিনমজুররা পড়েছেন মহা বিপাকে। গবাদি পশু নিয়ে মারাত্মক সমস্যায় পড়েছেন কৃষক।

(আরআইএস/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৪)