মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : দেশব্যাপী একদিনে এক কোটি লোককে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলার সিটি কর্পোরেশন ও উপজেলা গুলোতে ২১৭ টি টিকা কেন্দ্রে টিকা প্রদানের ব্যাপক কর্মসূচি পালন করা হচ্ছে। আজ এই টিকা কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তারা । গণটিকা নিতে সকল শ্রেণী পেশার মানুষকে টিকা কেন্দ্রেগুলোতে ব্যপক ভীড় করতে দেখা গেছে। 

নারায়ণগঞ্জের ৫টি উপজেলার ৩৯ টি ইউনিয়ন পরিষদ, ৫ টি পৌরসভা ও ১টি সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ড সহ ২১৭ টি কেন্দ্রে এই গনটিকা কার্যক্রম চলমান রয়েছে। সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত চলে এই কার্যক্রম। তবে প্রয়োজন হলে গনটিকা দান কর্মসূচির সময় আরো বাড়ানো হবে। কেন্দ্রেগুলোতে মানুষের ভীড় চোখে পরার মত। নারায়ণগঞ্জ শিল্প ঘোষিত এলাকা হওয়ায় শ্রমিকদের অংশগ্রহন বেশী দেখা গেছে। সরকারী বিধি নিষেধ অনুযায়ী টিকা কার্ড ছাড়া কর্মক্ষেত্র সহ সকল স্থানে চলাচল করা যাবে না। এই নির্দেশনা শোনার পর থেকে সকল শ্রেনী পেশার মানুষকে গনটিকা নিতে কেন্দ্রগুলোতে সকাল থেকেই অংশগ্রহন লক্ষ্য করা গেছে। মানুষের ভীড় সামলাতে সেচ্ছাসেবীদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও যারা জন্ম নিবন্ধন কার্ড বা এনআইডি কার্ড ছাড়াই এসেছেন তাদেরও টিকা দেওয়া হচ্ছে। কোনো কার্ড ছাড়াই এবং শান্তিপূর্নভাবে টিকা নিতে পেরে তারা উৎফুল্ল।

টিকা নিতে আসা মানুষ জানায়, সরকারের গনটিকার কার্যক্রমে তারা টিকা নিতে পেরে আনন্দিত এবং তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। শান্তিপূর্নভাবে টিকা নিতে কোন সমস্যা হচ্ছে না।

এদিকে নারায়ণগঞ্জ জেলার কোভিড-১৯ ভ্যাক্সিন কার্যক্রম পরিদর্শনে আসেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেব্রিনা ফ্লোরা, জেলা প্রশাসক মঞ্জুরুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত ফেরদৌস, জেলা সিভিল সার্জন মশিউর রহমান। এসময় তারা জেলার কোভিড-১৯ ভ্যাক্সিন কার্যক্রম পরিদর্শন করে তদারকি করেন।

গনটিকার কার্যক্রম নিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেন, যতদিন দেশে করোনার অস্তিত্ব থাকবে ততোদিন পর্যন্ত টিকাদান কার্যক্রম চলমান থাকবে।যারা এখনো টিকা গ্রহন করেনি তারা যেন দ্রুত টিকা গ্রহন করেন। সবাইকে টিকার আওতায় আনা হবে। ধারবাহিকতায় নারায়ণগঞ্জে তিনদিন যাবৎ টিকাদান কর্মসূচি চলছে। ইতিমধ্যে প্রায় ৫ লাখের অধিক লোককে টিকা দেওয়া হয়েছে। আজকে ২১৭ টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে সেখানে সাড়ে ৬ হাজার সদস্য মানুষকে টিকা দিতে কাজ করছে। এই জেলায় ৬ থেকে ৭ লাখ টিকা দান কার্যক্রম চলবে। দেশব্যাপী এই টিকার ব্যাপক সারা পরেছে। আমাদের এক কোটি টিকার যে টার্গেট রয়েছে আমরা আশা করি এর থেকে বেশী টিকা প্রদান করা যাবে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২২)