দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে শিবচতুর্দশী উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে শহর ও শহরতলীর বিভিন্ন শিব মন্দিরে উৎসব পালিত হয় । হিন্দু শাস্ত্রমতে শিব চতুর্দশী উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কারণে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়।‌

এদিকে শিবচতুর্দশী উপলক্ষে বিভিন্ন শিব মন্দিরে বিভিন্ন বয়সী ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। এছাড়া তারা শিবের মাথায় জল প্রদান করেন।

এ উপলক্ষে প্রতিটা মন্দিরে বিশেষ প্রার্থনা, পুষ্পাঞ্জলী নিবেদন এবং প্রসাদ বিতরণ করা হয়। ফরিদপুর শহরের বিভিন্ন মন্দিরে বিকেল পাঁচটা থেকেই শিবরাত্রি উপলক্ষে কার্যক্রম শুরু হয়। এবং তা শেষ হবে রাত বারোটা নাগাদ । এ সংবাদ লেখা পর্যন্ত বিভিন্ন মন্দিরে পূজা আর্চনা চলছে।

(ডিসি/এএস/মার্চ ০১, ২০২২)