বরগুনা প্রতিনিধি : জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চাই স্বচ্ছতা-ন্যায্যতা এবং জবাবদিহিতার দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ দুপুরে প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন, সনাকের সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম হিমু, লোকবেতারের ষ্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, সাংবাদিক চিত্তরঞ্জন শীল, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার মনিরুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, জাতিসংঘ জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা ন্যায্যতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের জন্য বেশি বরাদ্দ রাখতে হবে। সেইসাথে দিতে হবে ক্ষতিপূরণ। টিআইবি’র সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এই কর্মসূচির আয়োজন করে।

(এমএইচ/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৪)