দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্ব গাঁথা, "মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান" সম্পর্কে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধা ও নের্তৃবৃন্দদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম। ২ মার্চ ২০২২ দুপুর ১২টায় ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান পালিত হয়েছে।

এ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন ফকির, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আজহারুল ইসলাম প্রমুখ।

এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লাভলী ইয়াসমিন।

(ডিসি/এএস/মার্চ ০২, ২০২২)