কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: বখাটেদের উত্যক্তের প্রতিবাদ করায় পটুয়াখালীর কলাপাড়ার আমতলী পাড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারি জুলিয়া নাসরিনকে পিটিয়ে আহত করেছে পারভেজ হাওলাদার (২৫) নামের এক যুবক।

আহত জুলিয়াকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

গত সোমবার দুপুরে ক্লিনিকে যাওয়ার পথে বালিয়াতলী-কুয়াকাটা সড়কে এ হামলার ঘটনা ঘটেছে। তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে প্রকাশ্য দিবালোকে লাঞ্ছিত করে ।এ হামলার ঘটনায় কলাপাড়া থানায় মঙ্গলবার অভিযোগ করা হয়েছে।
আহত স্বাস্থ্ সহকারি জুলিয়া নাসরিন জানান, বখাটে পারভেজ তাকে বিভিন্ন সময়ে মোবাইলে ও অফিসে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো। এ ঘটনার প্রায় এক বছর আগে কলাপাড়া থানায় মামলা করা হয়। এ মামলা তুলে নেয়ার জন্য তার উপর হামলা করে ও গলাচিপে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহিম জানান, জুলিয়া নাসরিন পুরস্কার প্রাপ্ত স্বাস্থ্য সহকারি। সে আমতলী ক্লিনিকে ১৮৯ জন গর্ভবতী মায়ের সন্তান প্রসব করিয়ে বরিশাল বিভাগে সেরা স্বাস্থ্য সহকারির পুরস্কার পেয়েছে। এখন যদি তার উপর প্রকাশ্যে হামলার ঘটনা ঘটে তাহলে ওই ক্লিনিকে স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যাবে। বখাটেদের ভয়ে এখন সে ক্লিনিকে যেতেও সাহস পাচ্ছে না।
কলাপাড়া থানার ওসি এস এম মাসুদুজজামান জানান, তারা অভিযোগ পেয়েছেন। বখাটে পারভেজকে গ্রেফতারের চেষ্টা চলছে।


(এমআর/এসসি/সেপ্টেম্বর২৩,২০১৪)